কেরলের প্রাক্তন ডিজিপি জ্যাকব টমাস কোচির আরএসএস আইটি মিলনের গুরুদক্ষিণা কার্যক্রম যোগ দেন এবং আরএসএসের স্বয়ংসেবকদের মত বুকে হাত দিয়ে আরএসএস প্রার্থনার পুনরাবৃত্তি করেন।
জ্যাকব টমাস সেই কার্যক্রমে সভাপতিত্ব করেন এবং তাঁর সভাপতির ভাষণে বলেন যে আরএসএস হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংস্থা, এবং তারা বিস্ময়কর কাজ করে চলেছে। মহান কাজ করার পরেও আরএসএসের কার্যকরতারা চুপচাপ প্রচারমাধ্যমের আলো থেকে দূরে থাকেন। আরএসএসের এই নিঃস্বার্থ কাজ তাঁকে সংগঠনে আকৃষ্ট করেছে।
পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে তথ্য আরএসএস স্বেচ্ছাসেবকদের কাছে প্রেরণ করা হলে কত বড় ক্ষতি হতে পারে এই তথ্য প্রত্যেক নাগরিকের জানা উচিত, বলেছিলেন কেরল সরকার এবং এইটাও বলা হয়েছিল যে আরএসএস কর্মীদের কাজকর্ম ভারতীয় নয়। তিনি আরএসএসের প্রতি কেরল সরকারের এই বিদ্বেষের তীব্র নিন্দা করেন।
তিনি আরও বলেন ভারতীয় সংস্কৃতি এখন পশ্চিম সংস্কৃতির মাঝে ভুগছে। কেরালায় অনেক মানুষই আরএসএসের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা সম্পর্কে কথা বলতে ভয় পায় বলে তিনি উল্লেখ করেন।
বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলে তিনি বলেন, তিনি জাতির সেবা করার জন্য সিভিল সার্ভিসে যোগ দিয়েছিলেন এবং দেশের যে কোনো সংস্থার সাথে কাজ করতে পেরে খুশি হন যারা দেশের জন্য কাজ করে। তিনি বলেন, এ কারণেই তিনি আরএসএসের কর্মসূচিতে যোগ দিতে কোন সংশয় বোধ করেননি।
তিনি শবরীমালা বিষয়েও বক্তব্য রাখেন এবং বলেন যে যদি নীতি জনগণের বিশ্বাস ও ঐতিহ্যগুলির বিরুদ্ধে হয় তবে আইন প্রণেতা ও নির্বাহকদের অবশ্যই এটি দেখতে হবে এবং জনগণের জন্য এবং দেশের কল্যাণে নীতি প্রণয়ন করতে হবে। তিনি বলেন, সরকারের ভুল নীতির দিকে নির্দেশ করাটা নাগরিকদেরই কর্তব্য।
জ্যাকব টমাস আরও বলেন যে গত বছর তিনি শবরীমালা গিয়ে কুম্ভ মেলায়ও গিয়েছিলেন, কারণ এখন তিনি এইরকম ভ্রমণের জন্য আরো বেশি সময় পেয়েছেন।
2019-07-23