জম্মু কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তাবাহিনী ও জঙ্গীদের মধ্যে সংঘর্ষ, নিকেশ দুই জঙ্গী

সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়। কাশ্মীরের আইজি বিজয় কুমার (Vijay Kumar) নিশ্চিত করেছেন যে সোমবার সকালে শোপিয়ান জেলার (Shopian District) খাজপুরা রেবান (Khajpura Reban) এলাকায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়। তাদের লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের সনাক্ত করা হচ্ছে। এই এলাকায় সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে এই তল্লাশি অভিযান হয় ।

অভিযানের সময় সুরক্ষা বাহিনী সন্দেহজনক জায়গার দিকে যেতে শুরু করলে আত্মগোপন করা সন্ত্রাসবাদীরা তাদের উপর গুলি ছোঁড়া শুরু করে। জবাবে নিরাপত্তা বাহিনীও গুলি চালায়। তিনি আরও বলেছিলেন যে এই মুহূর্তে আরও একটি সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে অবন্তীপুরা পুলিশ সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এই তিন ব্যক্তি ত্রাল অঞ্চলে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরণের সহায়তা দিতো ।

প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় সন্ত্রাসবাদীদের উপস্থিতির পরে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার বাথু গ্রামে অনুসন্ধান অভিযান পরিচালনা করা হয়েছিল। সূত্রমতে, নিরাপত্তা বাহিনী শক্তিশালী প্রমাণ পেয়েছিল যে বাথু গ্রামে (Bathu village) কিছু সন্ত্রাসবাদী উপস্থিত রয়েছে। এর পরে, সিআরপিএফ (CRPF) এবং জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের ৬২ রাষ্ট্রীয় রাইফেলস, ১৪ তম ব্যাটালিয়ন এর একটি যৌথ দল এই অঞ্চলটিকে ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.