স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) তার ১ লাখ টাকার বেশী আমানত যুক্ত সেভিংস একাউন্টধারী গ্রাহকদের জন্য বুধবার ১লা মে থেকে ০.২৫ শতাংশ কম হারে সুদ দেবে বলে জানিয়েছে। দেশের বৃহত্তম ঋণ প্রদানকারী রেপো হারের সাথে সুদের হারের সমন্বয় করতে এই পদক্ষেপ নিয়েছে বলে তাইমস অফ ইন্ডিয়া সুত্রে জানা গেছে।
এসবিআই সাধারণ সঞ্চয়কারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের আমানতের উপর ৩.৫% হারে সুদ অব্যাহত থাকলেও, ১ লক্ষের বেশি আমানতের জন্য সুদের নতুন হার ৩.২৫% করেছে। রেপো হার বা স্বল্পমেয়াদী ঋণের হার বর্তমানে ৬ শতাংশ। সুদ ত্রৈমাসিকে পরিশোধ করতে হয়।
রেপো হার বাড়লে বা কমলে তার সাথে সামঞ্জস্য রেখে ১ লাখ টাকা থেকে বেশি আমানতের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টগুলিতে সুদের হার বাড়বে বা ক্মবে বলে ব্যাংক জানিয়েছে।
এর আগে এসবিআই ১ কোটি টাকা পর্যন্ত আমানতের উপর ৩.৫ শতাংশ হারে এবং ১ কোটি টাকার থেকে বেশী আমানতে ৪ শতাংশ হারে সুদ প্রদান করেছিল। দেশের ব্যাংক পরিষেবার এক চতুর্থাংশের বেশির নিয়ন্ত্রক এসবিআই এর ডিসেম্বরের শেষ পর্যন্ত নগদ জমার পরিমাণ ১০.৬৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।
১ লক্ষের বেশী সীমার ক্রেডিট অ্যাকাউন্ট ও ওভারডাফ্ট গুলিকে সুষ্ঠু নীতিমালার সঙ্গে সংযুক্ত করে ২.২৫ শতাংশ হারে বিস্তার করা হবে বলে ব্যাংক জানিয়েছে ।