বেজিঙে বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বললেন, বিশ্ব রাজনীতিতে ভারত-চীন সম্পর্ক অদ্বিতীয়। দু’বছর আগে আস্তানায় আমাদের নেতারা এই সত্য উপলব্ধি করে মীমাংসায় পৌঁছন যে বৈশ্বিক অস্থিরতার সময়ে ভারত-চীন সম্পর্ক স্থিরতার প্রতীক হবে এবং আমাদের মধ্যের পার্থক্য বিবাদে পর্যবসিত হবে না।
এএনআই