ঘরে বসে মোবাইলে দাদু-ঠাকুমার ইন্টারভিউ
রেকর্ড কর । মন কি বাতে ছোটদের জন্য সুন্দর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী (Narendra Modi)। এর মাধ্যমে করোনা প্রকোপের জেরে লকডাউনে বাড়িতে বসে যেমন পরিবারের প্রবীণদের
সঙ্গে মেলামেশা হবে তেমন তাঁদের থেকে শিক্ষা অর্জনও হবে । আর মোবাইল ফোনে রেকর্ড করা
সেই ইন্টারভিউগুলি জুড়ে সুন্দর পারিবারিক ভিডিয়ো অ্যালবামও তৈরি করা যাবে বলেই
জানান প্রধানমন্ত্রী।
মন কি বাতের ৬৬ তম পর্বে
বক্তব্য রাখতে গিয়ে রবিবার ছোটদের জন্য বিশেষ বার্তা
দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন তিনি
বলেন, ‘আমার ছোটো বন্ধুদের একটি বিশেষ আর্জি জানাই। তোমরা কথা রাখবে তো? আমি
যা বলছি, তোমরা তা করে দেখো। একটা কাজ কর, যখন ফাঁকা সময় পাবে, তখন
বাবা-মা’কে বলে মোবাইল নিয়ে দাদু-ঠাকুমার ইন্টারভিউ রেকর্ড কর। তাঁদের কাছে জানতে চাও
ছোটবেলায় তাঁরা কী ভাবে সময় কাটাতেন। সে সময় পরিবারে ও পরিবারের বাইরে কেমন পরিস্থিতি
ছি, তা জানো। তাঁরা বাড়িতে কী করতেন, কী ভাবে পড়াশোনা, খেলাধুলো করতেন, এই সব জানো।
অবসর বিনোদনে তাঁরা কী কী করতেন, মামাবাড়ি বেড়াতে গিয়ে কেমন মজা হত, এই সব জেনে নাও।’
এ দিন
তিনি ছোটোদের বলেন, এই ভাবে ঠাকুরদা, ঠাকুমা-সহ পরিবারের বয়স্ক মানুষদের থেকে তাঁদের
ফেলে আসা দিনগুলি সম্পর্কে জানতে হবে। আর মোবাইল ফোনে রেকর্ড করা সেই ইন্টারভিউগুলি
জুড়ে সুন্দর পারিবারিক ভিডিয়ো অ্যালবামও তৈরি করা যাবে। ছোটরা এ ভাবেই অতীত দিনের
সামাজিক চিত্র সম্পর্কে অনেক কথা জানতে পারবে, বলেন মোদী। তাতে যেমন মজা হবে, তেমনই অনেক পুরনো কথা যা
তারা জানে না, সে সম্পর্কে ধারণা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।