প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিয়াচেনে কর্মরত অবস্থায় বীরগতিপ্রাপ্ত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। ১১০০-রও বেশি সৈন্য সিয়াচেন হিমবাহ রক্ষা করতে গিয়ে বীরগতিপ্রাপ্ত হয়েছেন। ভারত সর্বদাই তাঁদের নিকট ঋণী থাকবে, বললেন প্রতিরক্ষামন্ত্রী।
এএনআই
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিয়াচেনে কর্মরত অবস্থায় বীরগতিপ্রাপ্ত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। ১১০০-রও বেশি সৈন্য সিয়াচেন হিমবাহ রক্ষা করতে গিয়ে বীরগতিপ্রাপ্ত হয়েছেন। ভারত সর্বদাই তাঁদের নিকট ঋণী থাকবে, বললেন প্রতিরক্ষামন্ত্রী।
এএনআই
Defence Minister Rajnath Singh: Paid tributes to the martyred soldiers who sacrificed their lives while serving in Siachen. More than 1100 soldiers have made supreme sacrifice defending the Siachen Glacier. The nation will always remain indebted to their service and sacrifice. pic.twitter.com/6HEnKsJoyP
— ANI (@ANI) June 3, 2019
Designed using Magazine Hoot. Powered by WordPress.