লকডাউনের সময় রেল পথে ১৭ কোটি টনেরও বেশি প্রয়োজনীয় পণ্য পরিবহন করে, পণ্য সরবরাহের ধারাবাহিকতা বজায় রেখেছে ভারতীয় রেল (Indian Railways) । শনিবার এমনটাই জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল ।
রেলমন্ত্রী শনিবার টুইট করে জানান, দেশে লকডাউন
চলাকালীন ভারতীয় রেলপথ দেশে প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে দিনরাত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু রেখেছিল । রেলওয়ে লকডাউন চলাকালীন পণ্য সরবরাহ
নিশ্চিত করতে ১৭ কোটি ৫৪ লক্ষ টন প্রয়োজনীয়
পণ্য পরিবহন করেছে। মে মাসে রেল বিভাগ ২৫ শতাংশ বেশি ৮ কোটি ২২ লক্ষ হাজার টন নিত্যপ্রয়োজনীয়
পণ্য বহন করেছিল। এপ্রিলে এই পরিসংখ্যান ছিল ৬ কোটি ৫১ লক্ষ ৪০ হাজার টন ।
রেল মন্ত্রকের মতে, ১ এপ্রিল
থেকে ৯ জুন পর্যন্ত ১৭,৫৪,৬০,০০০ কোটি টন নিত্য প্রয়োজনীয় পণ্য বহন করেছে। এরজন্য,
সারা দেশে সর্বক্ষণ পণ্যবাহী ট্রেন চালানো হয়েছিল। একই সাথে ২৪ শে মার্চ থেকে এখন
পর্যন্ত পরিবহনের জন্য ৩১ লাখ ৯০ হাজারেরও বেশি পণ্য কোচ কাজে লাগান হয়েছে।
ভারতীয় রেল ১৭ লক্ষ ৮১ হাজার
কোচে সারা দেশে খাদ্যশস্য, লবণ, চিনি, দুধ, ভোজ্যতেল, পেঁয়াজ, ফলমূল ও শাকসবজি, পেট্রোলিয়াম
পণ্য, কয়লা ও সার সরবরাহ করে । এগুলি ছাড়াও ৩৮৬১টি পার্সেল ট্রেন চালানো হয়েছে যার
মধ্যে ৩৭৫৫টি পূর্বনির্ধারিত মালবাহী ট্রেন ছিল।