বিজেপি নেত্রি মিনাক্ষী লেখির করা অপরাধমূলক অবমাননাকর পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে কংগ্রেসে সভাপতি রাহুল গান্ধী তাঁর করা সরবৈব একটি মিথ্যা মন্তব্যের কারনে দু:খ প্রকাশ করেছেন বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে । উল্লেখ্য তিনি মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্ট চৌকিদার চোর হ্যায় কে মান্যতা দিয়েছে।
সম্প্রতি কংগ্রেস সভাপতি একটি নির্বাচনী প্রচারে অভিযোগ করেছিলেন যে ” রাফালে চুক্তির বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে চৌকিদার চোর হ্যায় “, যার ফলস্বরূপ মিনাক্ষী লেখি একটি ফৌজদারি অবমাননাকর আবেদন দাখিল করেছিল সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্ট পরবর্তীতে রাহুল গান্ধীর কাছে একটি নোটিশ জারি করে তার বক্তব্যের ব্যাখ্যা করার নির্দেশ দেন। আগের শুনানির সময় সুপ্রিম কোর্ট জানায় তারা কখনোই এ ধরনের বিবৃতি দেয়নি এবং ২২ এপ্রিলের মধ্যে কংগ্রেসে সভাপতির লিখিত জবাবের জন্য সময় দেন।
রাহুল গান্ধী তাঁর লিখিত জবাবে সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে তিনি “রাজনৈতিক প্রচারের তাপ” এ মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন যে তার বক্তব্য তার রাজনৈতিক বিরোধীরা ‘অপব্যবহার’ করছেন’।