চন্দ্রাযান-২-এর সফল উৎক্ষেপনের পর ইসরোর বিজ্ঞানী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে লিখলেন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম আমরা। বিজ্ঞানীদের পরাক্রম এবং ১৩০ কোটি দেশবাসীর ইচ্ছাশক্তি প্রকাশ পেল চন্দ্রযান-২-এর উৎক্ষেপণে। প্রত্যেক নাগরিকের আজ গর্বের দিন।
প্রধানমন্ত্রী আরও লেখেন, চাঁদের কুমেরু প্রান্তে অভিযান নামবে চন্দ্রযান, যা রীতিমতো অভিনব। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করবে চন্দ্রযান-২।
প্রসঙ্গত, আজ নির্দিষ্ট সময়েই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের পথে পাড়ি দেয় ভারতের দ্বিতীয় চন্দ্রযান। ১৬ মিনিটের উড়ানের শেষে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে চন্দ্রযানকে পৌঁছে দেয় রকেট বাহুবলী।