বর্তমান পরিস্থিতিতে নতুন ধরনের চিন্তা ধারার প্রয়োজন।মানবকেন্দ্রিক উন্নয়নের দিকে লক্ষ্য দিতে হবে আমাদের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের তৃতীয় বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ২০২০ সাল যখন শুরু হয়েছিল তখন কেউ ভাবতে পারেনি এমন ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিশ্বজোড়া অতিমারীর প্রভাব সকলের উপর পড়েছে। এই মুহূর্তটা আমাদের আত্মনির্ভরতার পরীক্ষা হতে চলেছে। দেশের জনসাস্থ ব্যবস্থা এবং আর্থিক পরিকাঠামোর পরীক্ষা হতে চলেছে।ফলে মানবকেন্দ্রিক উন্নয়নের দিকে বেশি মনোনিবেশ করতে হবে।তার জন্য দরকার নতুন ধরনের চিন্তাধারার। সীমিত সম্পদের ওপর নির্ভরশীল হয়েও ১৩০ কোটির দেশ ভারতে প্রতি ১০ লাখে করোনায় মৃতের সংখ্যা গোটা বিশ্বে তুলনায় কম। সুস্থ হয়ে ওঠার হারও ক্রমাগত বেড়েই চলেছে। ১৩০ কোটি ভারতীয়ের উচ্ছ্বাস ও উচ্চাকাঙ্ক্ষা আঁচড় কাটতে পারেনি এই মহামারী। বিগত কয়েক মাসে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তার বিস্তার অনেক দূর পর্যন্ত রয়েছে। ফলে ব্যবসা-বাণিজ্য করাটা সহজ হয়ে গিয়েছে। লাল ফিতের ফাঁস মুছে গিয়েছে।১৩০ কোটির ভারত এখন আত্মনির্ভরতার লক্ষ্যে এগিয়ে চলেছে। গোটা বিশ্বের সঙ্গে স্থানীয় যোগসুত্র গড়ে তুলবে এই আত্মনির্ভর ভারত।
2020-09-04