বেঙ্গালুরুর ( Bengaluru ) সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী মঞ্চে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল (Majlis-e-Ittehadul) মুসলিমিন নেতা আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin oyace)। হঠাৎই মঞ্চে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করে এক মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে বাধা দেন অন্যান্যরা। জানা গিয়েছে মেয়েটির নাম অমূল্য (Amulya)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করলেও কিছুতেই মাইক ছাড়তে রাজি হচ্ছিল না মেয়েটি। রাষ্ট্রদ্রোহের অপরাধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় অমূল্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) রাজধানি শহর বেঙ্গালুরুতে ( Bengaluru ) । ওই দিন বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল সিএএ, এনআরসি এবং এনপিআর বিরোধী বিশাল জনসভা। যার প্রধান বক্তা ছিলেন আসাদুদ্দিন ওয়াইসি। সেই সভাতেই এক মহিলা বক্তব্য রাখার সময়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছে। অভিযুক্ত ওই মহিলার নাম অমূল্য লিওনা। তার বক্তব্যের ভিডিও নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বয়ে গিয়েছে নিন্দার ঝড়।
অমূল্যের (Amulya) পাশে দাঁড়ায়নি সভার আয়োজকেরা। তার নিন্দা একবাক্যে নিন্দা করেছেন। সমালোচনা করেছেন স্বয়ং আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin oyace) । জানান, ‘আমি সন্ধ্যার নমাজ পাঠে ব্যস্ত ছিলাম। সেই সময়ে ওই স্লোগান শুনেই ছুটে যায়।” সেই সঙ্গে ওই মহিলার সঙ্গে তাঁর বা তাঁর দলের কোনও সম্পর্ক নেই বলেও জানান আসাদুদ্দিন।’