‘জঙ্গিদের মদত দিচ্ছে পাক সেনা’, বিস্ফোরক ভারতের প্রাক্তন সেনাপ্রধান

দেশে সম্পূর্ণ ভাবে জঙ্গি দমন করতে হলে পাকিস্তানে অ্যাকশন চালিয়ে যেতে হবে ভারতকে, ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন প্রাক্তন সেনাপ্রধান বিক্রম সিং৷

পুলওয়ামা হামলার পরে ভারতীয় বায়ুসেনার বালাকোটে এয়ারস্ট্রাইকের বিষয়ে তিনি বলেন. এয়ারস্ট্রাইকে কতজন জইশ জঙ্গি মারা গিয়েছে এই নিয়ে কোনও মন্তব্য তিনি করবেন না৷ এই বিষয়ে একদিন সরকার এবং বায়ু সেনা নিশ্চয়ই জানাবে বলে জানান তিনি৷

তিনি বলেন, মৌমাছির চাকে পাথর মারলে ৫ থেকে ৬ বা ২০০ থেকে ৩০০ টি মৌমাছি মরবে৷ তবে যে মৌমাছি উড়ে গিয়েছে তারা ফিরে এসে কামড়াতে পারে৷ তাদের থেকে রক্ষা পেতে হলে মৌমাছির পুরো চাকটিকে পুড়িয়ে ফেলতে হবে৷ তিনি বলেন জঙ্গি দমনের জন্য ভারতকে ‘লঙ্গ টার্ম ‘ পরিকল্পনা করতে হবে৷

এই অনুষ্ঠানে পাকিস্তান সেনাকে আক্রমণ করে ভারতের প্রাক্তন সেনাপ্রধান বলেন পাক সেনাই এই পুরো এপিসোডের খলনায়ক৷ তাই তাদের উপর সবদিক থেকে চাপ সৃষ্টি করতে হবে৷

তিনি আরও জানান, জঙ্গিদের ফান্ডিং, প্রশিক্ষন এবং অস্ত্র পাকিস্তানি সেনা দেয়৷ তাদের উপর চাপ সৃষ্টি না করলে এই মৌমাছিরা এই ভাবেই ক্ষতি করতে থাকবে৷ পাকিস্তানি সেনার আসল চেহারা বিশ্বের সামনে নিয়ে আনার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.