করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সবচয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে টিকাকরণ কর্মসূচি। এক সপ্তাহ ধরে ১৫ লক্ষেরও বেশি মানুষ পেয়েছেন করোনার প্রতিষেধক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৫ লক্ষ ৮২ হাজার ২০১ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।
ধীরে হলেও ধারাবাহিক ভাবে কোভিড ভ্যাকসিনে ভীতি কাটছে ।যার ফলে সময়ের সঙ্গে টিকাকরণের কাজ এগচ্ছে দ্রুতগতিতে। আপাতত সেরাম ইনস্টিটিউটের তৈরি ‘কোভিশিল্ড’এবং ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ নিয়ে দেশবাসীকে টিকা দেওয়ার কাজে নেমেছে কেন্দ্র। স্বাস্থমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গতকাল অর্থাৎ শনিবার সারা দিনে করোনার টিকা নিয়েছেন ১ লক্ষ ৯১ হাজার৬০৯ জন । সব মিলিয়ে রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৫ লক্ষ ৮২ হাজার ২০১ জনকে করোনারটিকা দেওয়া হয়েছে।