জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গি দমনে বড়োসড়ো সাফল্য পেলো নিরাপত্তা বাহিনী। সোমবার গভীর রাতে শোপিয়ান জেলার মালডুরা এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৪৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফের ১৭৮ নম্বর ব্যাটালিয়ন, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। সামরিক পরিভাষা এই ধরণের তল্লাশি অভিযানকে কর্ডন এন্ড সার্চ অপারেশান বলা হয়। গোটা এলাকাটি ঘিরে ধরে চিরুনি তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন একজন জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে যৌথবাহিনী। ধৃত জঙ্গির নাম হিলাল আহমেদ শেখ । এক পুলিশ আধিকারিকের কথায় হিলাল চারদিন আগে থেকেই ফেরার হয়ে গিয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর ছিল হিলাল আল বাদর নামে একটি জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছে। সম্প্রতি সে বাড়িতে এসেছিল। সেখান থেকে সোমবার গভীর রাতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শোপিয়ানে জঙ্গিদের যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তাকে গুঁড়িয়ে দিতে তৎপর নিরাপত্তা বাহিনী।
2020-08-18