স্কুলের দেওয়ালে পাকিস্তান জিন্দাবাদ লেখা ঘিরে চাঞ্চল্য,পুলিশে অভিযোগ দায়ের

কর্ণাটকের (Karnataka) বেঙ্গালুরুতে (Bengaluru) কয়েকদিন আগেই এক যুবক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পাকিস্তানের (Pakistan) পতাকার ছবি আপডেট করে বিতর্কের জন্ম দিয়েছিল | তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় | পরে ছেড়েও দেওয়া হয়েছিল | অমূল্যের পাকিস্তানের (Pakistan) নামে স্লোগান ও তারপরের সব ঘটনাই প্রায় প্রত্যেকের জানা | আবারও সেই কর্ণাটকেই একটি স্কুলের দেওয়ালে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা নতুন করে বিতর্ক উস্কে দিল |

হুবলি (Hubli) জেলার বুদারসিংঘি (Budersinghe) গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা | সোমবার সকালে স্থানীয় মানুষেরা দেখেন কে বা কারা স্কুলের দেওয়ালে চক দিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ ও ‘টিপু সুলতান স্কুল’ (Tipu Sultan School) লিখে দিয়েছে | শিক্ষকেরা ও পড়ুয়াদের মধ্যে এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনা ঘিরে | স্কুল পরিদর্শক সহ উচ্চ পদাধিকারীদের জানানোর পর লিখিত অভিযোগ জানানো হয় স্থানীয় থানায় |

সোমবার এলাকার মানুষ এই লেখা দেখে স্কুলের শিক্ষেকদের খবর দেন | তখনই ছুটে আসেন স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্যরা | এমনিতেই কর্ণাটক (Karnataka) ও কেরালায় ইসলামী কট্টরপন্থী শক্তি মাথা চাড়া দিচ্ছে বলে গোয়ন্দা রিপোর্টে উল্লেখ | শৈশব থেকেই মাথা মুড়িয়ে ধর্মীয় উন্মানায় সামিল করতে চাওয়া এই শক্তিকে নিয়ে তাই গভীর চিন্তার ভাঁজ শিক্ষক সমাজেরও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.