লোকসভার অধ্যক্ষ পদে শপথ নেবার পরে তাঁর প্রথম সংসদীয় অধিবেশনে ওম বিড়লা বললেন, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাংবিধানিক পদের মর্যাদা রক্ষার জন্য অধ্যক্ষকে পক্ষপাতহীন হতে হবে এবং এই পক্ষপাতহীনতা তাঁর আচরণেও প্রকাশিত হতে হবে।
এএনআই
লোকসভার অধ্যক্ষ পদে শপথ নেবার পরে তাঁর প্রথম সংসদীয় অধিবেশনে ওম বিড়লা বললেন, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাংবিধানিক পদের মর্যাদা রক্ষার জন্য অধ্যক্ষকে পক্ষপাতহীন হতে হবে এবং এই পক্ষপাতহীনতা তাঁর আচরণেও প্রকাশিত হতে হবে।
এএনআই
OP Birla on his first Parliament session as the Lok Sabha speaker: Will work by taking everyone together, gaining everyone's trust. To maintain the dignity of the constitutional post, the speaker should be unbiased, and must also appear unbiased in conduct. pic.twitter.com/9DLQxB0zFE
— ANI (@ANI) June 19, 2019
Designed using Magazine Hoot. Powered by WordPress.