বাজেটের আগে ভাল খবর। জানুয়ারি মাসে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি বাবদ আয়ের পরিমাণে রেকর্ড বৃদ্ধি হয়েছে। এই মাসে প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা আয় হয়েছে। রবিবার অর্থমন্ত্রক এই কথা জানিয়েছে। এই বৃদ্ধির প্রভাব বাজেটে লক্ষ্য করা যেতে পারে বলেই মনে করছে অর্তনৈতিক মহল।
একটি বিবৃতি দিয়ে অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, “জিএসটি শুরু হওয়ার পর থেকে জানুয়ারি মাসে তার পরিমাণ সবথেকে বেশি হয়েছে। প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা আয় হয়েছে। গত মাসের জিএসটি বাবদ আয় ছিল ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। তার থেকে এই মাসে আয় অনেকটাই বেশি।”
ভারতের করোনা সংক্রমণের মাঝে অনেকটাই কমে গিয়েছিল জিএসটি আয়ের পরিমাণ। তবে ধীরে ধীরে তা বেড়েছে। গত চার মাস ধরে প্রতি মাসে এই জিএসটি আয়ের পরিমাণ ১ লক্ষ কোটি টাকার বেশি হয়েছে। এর থেকেই প্রমাণিত যে ফের ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি।
জানুয়ারি মাসের হিসেব দিতে গিয়ে অর্থমন্ত্রক জানিয়েছে, ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জিএসটি বাবদ আয়ের পরিমাণ ১ লক্ষ ১৯ হাজার ৮৪৭ কোটি টাকা। তার মধ্যে কেন্দ্রের জিএসটি বাবদ আয় হয়েছে ২১ হাজার ৯২৩ কোটি টাকা। রাজ্যের জিএসটি বাবদ আয় হয়েছে ২৯ হাজার ১৪ কোটি টাকা। আন্তর্জাতিক জিএসটি বাবদ আয় হয়েছে ৬০ হাজার ২৮৮ কোটি টাকা। তার মধ্যে আবার ২৭ হাজার ৪২৪ কোটি টাকা আমদানি ও ৮৬২২ কোটি টাকা সেস বাবদ আয় হয়েছে।
অর্থমন্ত্রক জানিয়েছে, গত বছর জানুয়ারি মাসে জিএসটি বাবদ আয় হয়েছিল ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর জানুয়ারিতে তা ৮ শতাংশ বেড়েছে। তবে অন্তর্দেশীয় মাল পরিবহণের তুলনায় বিদেশ থেকে মাল আমদানির ক্ষেত্রে এই মাসে জিএসটি বাবদ আয় ১৬ শতাংশ বেড়েছে বলেই জানিয়েছে অর্থমন্ত্রক। বাজেটের আগে এই বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলেই জানিয়েছেন অর্থনীতিবিদরা।