লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এল স্যাটেলাইট ইমেজ। আর সেখানে দেখা যাচ্ছে প্যাংগং লেকের দক্ষিণ দিকে পরিস্থিতি বেশ জটিল। স্যাটেলাইট ইমেজ থেকে এও স্পষ্ট যে এলএসি পার করা হয়েছে বলে চিন যে অভিযোগ তুলেছে, তা একেবাএই সত্যি নয়।
একইসঙ্গে দেখা যাচ্ছে হেলমেট টপের মাথায় কোনও দেশের বাহিনীই উপস্থিত নেই। পাহাড়ের চিনে চিনা সেনার উপস্থিতি দেখা যাচ্ছে। ৭ সেপ্টেম্বর তোলা হয়েছে এই ছবি, যা ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত হয়েছে।
প্যাংগং-এর উত্তর দিকে ফিংগার ফোরের বেশ কিছু অংশ থেকে সরে গিয়েছে চিন। আগে যে অংশে তাদের উপস্থিতি দেখা যাচ্ছিল, এখন তা কার্যত ফাঁকা। তবে ফিংগার ৫ ও ৮ -এ চিন সেনার উপস্থিতি এখনও লক্ষ্য করার মত।