শাহিনবাগ নিয়ে দেশের সংখ্যাগুরু সম্প্রদায়কে সতর্ক করে দিলেন বিজেপির সাংসদ তেজস্বী সূর্য। তিনি বুধবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপরে বিতর্কে বক্তব্য পেশ করেন। সেই সময়ই বলেন, সংখ্যাগুরু সম্প্রদায় যদি সতর্ক না হয়, তাহলে মোঘলদের রাজত্ব ফিরে আসবে শীঘ্র। দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের কড়া সমালোচনা করেন সাংসদ। বিরোধীরা তাঁর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তেজস্বী সূর্য বলেন, বহু দশক ধরে কয়েকটি জটিল বিষয়ের কেউ সমাধান করেনি।
মোদী সেগুলির সমাধান করেছেন। তাঁর কথায়, “পুরানো ক্ষতগুলি না সারিয়ে নতুন ভারত গঠিত হতে পারবে না।” পরে তিনি বলেন, মোদীর নেতৃত্বে সরকার ৩৭০ ধারা বাতিল করে দিয়েছে। রামমন্দির তৈরি করতে চলেছে। বোড়ো সমস্যা সমাধান করেছে। তিন তালাকও বন্ধ হয়েছে।
নাগরিকত্ব আইনের পক্ষেও তিনি সওয়াল করেন। তিনি বলেন, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য ওই আইন করা হয়েছে। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া সরকারের উদ্দেশ্য নয়।
শাহিনবাগের অবস্থান নিয়ে বৃহস্পতিবার তেজস্বীর সুরেই তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, “শাহিনবাগ এখন আর আন্দোলনের পর্যায়ে নেই। এখান থেকে আত্মঘাতী বোমারুরা তৈরি হচ্ছে। দেশ তথা রাজধানীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।” এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে আরও কয়েকজন বিজেপি নেতা শাহিনবাগ নিয়ে কঠোর মন্তব্য করেছেন।