উপত্যকায় ঈদ নিয়ে খুশির বার্তা দিলেন মোদী

উপত্যকায় ঈদ নিয়ে খুশির বার্তা দিলেন মোদী

৩৭০ ধারা বাতিল নিয়ে একদিকে যেমন অগণিত দেশবাসী মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে, তেমনই আবার বিরোধী পক্ষরা এই পদক্ষেপের বিরোধিতায় সরব হয়েছে৷ আর এই ধারা বাতিল এব কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হয়ে যাওয়ার ঠিক দু’দিন পর গতকাল বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন৷

মোদী বলেন, ‘জম্মু ও কাশ্মীরের মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত হত, যা তাদের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল৷ এই ধারা বিলোপের মাধ্যমে জম্মু ও কাশ্মীর ও লাদাখে এক নতুন যুগ শুরু হল। এখন দেশের সব নাগরিকের দায়িত্ব ও অধিকার সমান৷’

তিনি আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে এমন গতানুগতিকতা চলে আসে যাতে মনে হয়, সব কিছু যেমন চলছে তেমনই চলবে। আর্টিকল ৩৭০-এর ক্ষেত্রেও তাই হয়ে আসছিল, শুধু তাই নয়, আর্টিকল ৩৭০ ও ৩৫-এর জন্য আতঙ্কবাদ আর পরিবারবাদের রাজত্ব চলছিল কাশ্মীরে। আর কোনও লাভ হয়নি৷ আর্টিকল ৩৭০-এ সরে যাওয়ার পর নতুন ব্যবস্থায় অনেক তৎপরতার সঙ্গে কাজ হবে। কাশ্মীরের মানুষ নতুন আশা, স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে’ বলে আশ্বাস দেন মোদী৷ এবং সেই সঙ্গে তিনি এদিন ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘জম্মু-কাশ্মীর এবং লাদাখবাসীর চিন্তা সমগ্র দেশের চিন্তা। জম্মু-কাশ্মীরে ঈদ পালনে যাতে কোনও সমস্যা না হয় সেই বিষয়টি সরকার নিশ্চিত করেছে৷’

মোদী আরও বলেন, ‘কাশ্মীর আমাদের দেশের মুকুট। এই অঞ্চল রক্ষা করতে বহু মানুষ বলিদান দিয়েছে৷ ৪২০০০ নির্দোষ মানুষের মৃত্যু হয়েছে। কাশ্মীরের মানুষের কোনও লাভ হয়নি। আমার বিশ্বাস, এই নতুন ব্যবস্থায় আমরা সবাই মিলে সন্ত্রাসবাদ থেকে কাশ্মীরকে মুক্ত করতে পারব৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.