নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশকে ডিজিটাল করার দিকে বিশেষ নজর দিয়েছিল। আর এবার সেই পথেই আরেক ধাপ এগিয়ে গেল মোদী সরকার। এবার বিদ্যুতের মিটারেও মোবাইলের মতন প্রিপেড সিস্টেম করতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। হুকিং এবং বিদ্যুতের অনাদায়ী বিল রোখার জন্যই কেন্দ্রীয় সরকারের এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে। এখন সরকারের একটাই লক্ষ্য টাকা ভরুন, বিদ্যুৎ ব্যবহার করুন।
দেশের বিদ্যুৎ বন্টন সংস্থা গুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং বিদ্যুতের অপচয় রোধ করতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রিপেড স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুৎবন্টনে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র ব্যবসায়ীক প্রতিষ্ঠানই নয় সেই সাথে গৃহস্থ বাড়িতেও এই স্মার্ট প্রিপেড মিটার বসানোর কথা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
কিন্তু প্রশ্ন কেমন হবে এই স্মার্ট মিটার?
সে বিষয়ে জানা গিয়েছে, এই প্রতিটি প্রিপেড স্মার্ট মিটার ব্যবহার করতে গেলে আপনাকে আগে থেকেই এই মিটারে রিচার্জ করে রাখতে হবে ঠিক যেমন করতে হয় মোবাইলে। মোবাইলে ব্যালেন্স শেষ হওয়ার সাথে সাথে যেমন আউট গোয়িং বন্ধ হয়ে যায় এই স্মার্ট মিটারের ক্ষেত্রেও সেই এক পদ্ধতি করা হয়েছে। এছাড়াও এই মিটারের সাহায্যে গ্রাহক তার বিদ্যুতের খরচ সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন।
এক রিপোর্টে জানা গিয়েছে দেশের বিদ্যুৎ বন্টন সংস্থা গুলির ইতিমধ্যেই ২৪০ কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে চলতি বছরের মাত্র ৯ মাসের মধ্যেই। আর সেই জন্যই কেন্দ্রের তরফে এই স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে একদিকে যেমন বিপুলসংখ্যক লোকসানের ঘাটতি কমানো সম্ভব হবে তেমনই গ্রাহকরাও নিজেদের ইচ্ছা মত বিদ্যুৎ ব্যবহার করে নিজেদের সাশ্রয় করতে পারবেন। এরফলে সুবিধা দুপক্ষের হবে বলে মনে করা হচ্ছে।