টাটা ট্রাস্টের(Tata Trust) নতুন উদ্যোগ ‘মিশন গরিমা |’ তার প্রচারের জন্য করা একটি ভিডিও সোশ্যালি ভাইরাল| না সেটি টাটার কর্ণধার নিজের হ্যান্ডেলে শেয়ার করেছেন বলে নয় | সেই ভিডিওতে থাকা ছেলেটির মুখ দিয়ে বলানো বার্তা মন ছুঁয়েছে নেটিজেনদের | কি সেই ভিডিও? ভিডিওটিতে একটি স্কুলের তাতক্ষণিক বক্তৃতায় উঠে এক পড়ুয়া বলে ,”আমার বাবা দেশ চালায় | আমার বাবা ডাক্তার, নেতা ,পুলিশ কিছুই নয় | কিন্তু আমার বাবা দেশ চালায় |
আমার বাবা কাজে না গেলে সব বাড়ির কাজ বন্ধ হয়ে যায় | প্রত্যেকে নিজেদের কাজে যাওয়া বন্ধ করে দেয় | আমার বাবা সেই কাজ করে যা অন্য কারো বাবা করতে চায়না | ” এক নাগাড়ে বলতে থাকে পড়ুয়া | “আমার বাবা নোংরা আবর্জনা যখন পরিষ্কার করে তখন আমার চিন্তা হয় বাবার জন্য | তার যদি কোন অসুখ হয় |
তাই সে তার কবিতার সেষ পংক্তিতে বলে, আমার বাবাকে বাঁচাও | দেশ সবাই মিলে চালাও | আমার বাবাকে একা দায়িত্ব দিও না |” মিশন গরিমার ক্যাম্পেন করা হয়েছে সাফাই কর্মীদের নিয়ে | যারা প্রতিক্ষণ ঘেঁটে চলেছে নোংরা | নিজেদের স্বাস্থ্যকে উপেক্ষা করেই | আম আদমির সচেতনতা বৃদ্ধিতে করা এই ভিডিও পোস্ট করে রতন টাটা(Ratan Tata) লেথেন,মুম্বয়ের মত শহরের ২৩মিলিয়ন লোকের জন্য সাফাইকর্মীর সংখ্যা মাত্র ৫০হাজার |
এই অল্প সমখ্যক মানুষের উপর নির্ভর না করে সকলকে মিলে এই সমাজ সাফ রাখার দায়িত্ব নেওয়ার কথা বলেন টাটার কর্ণধার | এই ক্যাম্পেনের অন্যতম উদ্দেশ্য হল দুটি আলাদ বিনে নোংরা ফেলার সু্ভ্যাস গঠন করা |
যাতে ওই সাফাই কর্মীদের ক্ষেত্রে কাজ করাটা অনেক সহজ হয়ে ওঠে | প্রসঙ্গত,দুদিন আগে করা এই পোস্টে লাইকের সংখ্যা সাড়ে সাতাশ হাজার | আর রিট্যুইটের সংখ্যা সাত হাজারের উপরে | কেউ কেউ আবেগতাড়িত হয়ে এই সকল সাফাই কর্মীকে স্বাস্থ্য পুলিশ নামে ডাকার পরামর্শ দেন | তবে মুখে সমাজসেবার কথা বললেও কেউ আবার টাটার ব্যবসায়িক নীতির সমালোচনা করতেও ছাড়েননি এই পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে |