জঙ্গি যোগে গ্রেফতার হওয়া পুলিশ আধিকারিক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। ধৃত ডিএসপি দাবিন্দর সিংয়ের বাড়িতেই রাত কাটিয়েছিল ধৃত ৩ হিজবুল জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, শুক্রবার দক্ষিণ কাশ্মীরের সোফিয়ান থেকে জঙ্গিদের নিজের বাড়িতে নিয়ে যায় দাবিন্দর। সেনাবাহিনীর ১৫ নম্বর হেডকোর্য়াটারের ঠিক পাশেই দাবিন্দর সিংয়ের বাড়ি। তার বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি পিস্তল ও একটি AK 47 উদ্ধার হয়েছে। হিজবুলের অন্যতম শীর্ষনেতা নাভেদ বাবু ও তার দুই সঙ্গী ইরফান এবং রফি। শনিবার সকালে জম্মু রওনা হয় তারা। সেখান থেকে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ধৃত দাবিন্দর সিংকে জেরা করছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার যৌথ তদন্তকারী দল। প্রজাতন্ত্র দিবসে কোনও নাশকতার ছক জঙ্গিদের ছিল কি না? সে বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
2020-01-15