অনেক প্রতিক্ষার পর ২২ জুলাই ভারতের মাটি ছেড়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতের চন্দ্রায়ন-২। ভারতের দ্বিতীয় চন্দ্রযানকে নিয়ে উড়ে যাচ্ছে বাহুবলী। একটু একটু করে চার ধাপ পার করেছে সেটি। অগাষ্টের ৪ তারিখ প্রকাশ্যে এসেছে সেই ছবি। তবে সোমবার ইসরো সূত্রে জানা গেছে যে, আগামী ২০শে অগাষ্টে চাঁদের কক্ষপথে পৌঁছবে চন্দ্রায়ন-২।
কক্ষপথে ঢোকার ১৮ দিন পর অর্থাৎ সেপ্টেম্বরের ৭ তারিখ চন্দ্রায়ন-২ চাঁদের মাটি স্পর্শ করবে। আমেদাবাদে এক অনুষ্ঠানে ইসরোর প্রধান বলেছেন, এখনও চন্দ্রায়ন-২ ঠিক পথেই এগোচ্ছে। পৃথিবীর কক্ষপথ অতিক্রমের পরের ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। ১৪ অগাষ্ট ভোর সাড়ে তিনটের সময় ট্রান্স লুনার ইনজেক্ট করা হবে। যারপরই পৃথিবী ছেড়ে চাঁদের দিকে পাড়ি দিতে পারবে চন্দ্রায়ন-২।
অগাষ্টের ৪ তারিখ মোট চারটি ছবি প্রকাশ করা হয়েছিল ইসরোর তরফে। মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখাচ্ছে, সেই ছবি দেখা গিয়েছিল সেই চারটি ছবিতে। ট্যুইট করে সেই ছবিগুলি প্রকাশ করেছে ইসরো। চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের LI4 ক্যামেরা থেকে তোলা হয়েছে সেই ছবি। একাধিক দিক থেকে তোলা হয়েছে ছবিগুলি। ৩ অগস্ট, শনিবার তোলা হয়েছে সেই ছবিগুলি।
পৃথিবীকে ঘিরে চতুর্থ পাক শেষ করেছে চন্দ্রায়ন ২। যার অর্থ এবার সোজা চাঁদে পাড়ির পথ বাকি, যা এই অভিযানে চাঁদের মাটি ছোঁয়ার শেষ অংশ। ইসরোর তরফে এও জানা গিয়েছে যে, ভারত আগামী ডিসেম্বরে আরও দেশ কয়েকটি উপগ্রহ মহাকাশে পাঠাবে।
দুপুর ২টো ৪৩ মিনিটে চন্দ্রযান-২ পাড়ি দিলে চাঁদের পথে। ভারতের দ্বিতীয় চন্দ্রযানকে নিয়ে উড়ে যাচ্ছে বাহুবলী। জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক ৩ রকেটে চড়ে চাঁদের পথে পাড়ি জমালো চন্দ্রযান? রবিবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট থেকেই লঞ্চের কাউন্টডাউন শুরু করে দিয়েছিল ইসরো৷
চন্দ্রায়ন-২- এর তিনটি মডিউল রয়েছে- অরবিটার, ল্যান্ডার ও রোভার। ভিতরে থাকবে রোভার। অরবিটার, ল্যান্ডার থাকবে একসঙ্গে। ল্যান্ডারটি চাঁদের মাটিতে অবতরণের পর খুলে যাবে দরজা। তখন ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার।