দিল্লী পুলিশের বিশেষ তদন্তকারী দল আন্তর্জাতিক জালনোট চক্র ফাঁস করেছে। আলম আনসারি নামকে নেপালের এক অধিবাসী গ্রেপ্তার হয়েছে। তার কাছ থেকে ৫০০ টাকা ও ২০০০ টাকার নোটে মোট সাড়ে পাঁচ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।
এএনআই
দিল্লী পুলিশের বিশেষ তদন্তকারী দল আন্তর্জাতিক জালনোট চক্র ফাঁস করেছে। আলম আনসারি নামকে নেপালের এক অধিবাসী গ্রেপ্তার হয়েছে। তার কাছ থেকে ৫০০ টাকা ও ২০০০ টাকার নোটে মোট সাড়ে পাঁচ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।
এএনআই
Delhi Police: Special Cell busted an international syndicate of fake currency and arrested Alam Ansari, a Nepali national, today. Fake Indian Currency Notes (FICN) with face value of Rs 5.50 lakhs in Rs 2,000 denomination notes were recovered from his possession. pic.twitter.com/m5As53ana2
— ANI (@ANI) August 26, 2019
Designed using Magazine Hoot. Powered by WordPress.