জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ১০০ ফুট উঁচুতে জাতীয় পতাকা উত্তোলন করল ভারতীয় সেনা। ৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপনের অংশ হিসেবে সেই পতাকা উত্তোলন করা হয়েছে। যা জম্মু ও কাশ্মীরে সবথেকে উঁচুতে উত্তোলিত হওয়া জাতীয় পতাকা।
মঙ্গলবার জাতীয় পতাকা উত্তোলনের সেই অনুষ্ঠানে ছিলেন নর্দান কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশী। সেখানে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি জানান, কাশ্মীরের অসংখ্য মানুষকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা তোলা হয়েছে। যাঁরা ভারতের অখণ্ডতা বজায় রাখতে জীবন উৎসর্গ করেছেন।
প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র জানিয়েছেন, ১০০ ফুট উঁচুতে জাতীয় পতাকা দেখতে পর্যটকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। যাঁরা জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন। বিবৃতিতে জানানো হয়েছে, তাৎপর্যপূর্ণভাবে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলমার্গ অন্যতম জায়গা, যেখানে ১৯৫৫ সালে অনুপ্রবেশ করেছিল পাকিস্তানি সেনা। মহম্মদ দিন সে বিষয়ে নিরাপত্তাবাহিনীকে জানিয়েছিল। তারপর পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল ভারত।
গত ৪ অগস্ট ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে একটি ভিডিয়ো শেয়ার করে লেখা হয়েছিল, ‘এক পতাকা, এক ভূখণ্ড. এক হৃদয়, এক হাত। গুলমার্গে সবচেয়ে উঁচু জাতীয় পতাকাকে স্বাগত জানাতে তৈরি কাশ্মীর। শীঘ্রই গুলমার্গের আকাশসীমা জাতীয় পতাকার মাধ্যমে পরিচিত হবে। যে এলাকা পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। জয় হিন্দ।’যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।