“২০২৩ সালে ভারত হিন্দুরাষ্ট্র হবে,”বললেন বিজেপি বিধায়ক টি রাজা সিং

“২০২৩ সালে ভারত হিন্দুরাষ্ট্র হবে,”বললেন বিজেপি বিধায়ক টি রাজা সিং

দিল্লির নির্বাচনে আপের ফিরে আসাতে ভর করে আবার যেন অক্সিজেন পেয়েছে বিরোধী শিবির | বিজেপি বিরোধী যে জোটের কথা বলা হচ্ছিল তার কারিগরেরা প্রত্যেকেই আলাদা করে এর জন্য ধন্যবাদ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে |

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হিংসা আর বিভাদনের রাজনীতি দিয়ে যে নির্বাচন জেতা যায়না তাই দেখালো দিল্লি | খুশি শরদ পাওয়ারের মত বিরোধী জোটের নেতাও | বলেন হাওয়া উল্টো দিকে বইছে | কিন্ত এসব কিছুই আমল দিতে নারাজ গেরুয়া শিবির |

দিল্লিতে জাতীয়তাবাদের বিরুদ্ধে মানুষের রায় গিয়েছে একথা তারা কিছুতেই মানতে নারাজ | দিল্লির এই হারের পরেও তাদের লাইন থেকে মোটেই সরছেন না বিজেপি নেতারা | একে একে হাতছাড়া হয়েছে বেশ কয়েকটি রাজ্য | তারপরেও হায়দ্রাবাদের বিধায়ক টি রাজা সিং বলেন, ২০২৩সালের মধ্যেই হিন্দু রাষ্ট্র হতে চলেছে ভারতবর্ষ |

কিন্তু তখনই তা সম্ভব যখন দেশের সকল হিন্দু এক হয়ে এটা চাইবে |শুধু তাই নয় প্রকাশ্য জন সমাবেশে তার দাবি হিন্দুদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ডিফেন্স মেকানিজমও শেখানো উচিত |

হায়দ্রাবাদের এই বিধায়ক মহারাষ্ট্রের এক জনসভায় বলেন, দেশের উচিত ছত্রপতি শিবাজির ভাবধারায় চলা | তবেই তা অচিরেই হিন্দু রাষ্ট্রে পরিণত হবে | দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে হঠানোর জন্য এনআরসি ও সিএএ-র মত আইন খুব জরুরি বলে ও মত এই বিধায়কের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.