করোনার নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগ বিশ্বজুড়ে। ব্রিটেনে করেনাার নয়া স্ট্রেন ধরা পড়ার খবরে নতুন করে চাঞ্চল্য ছড়ায় বিশ্বজুড়ে। তড়িঘড়ি গত ২২ ডিসেম্বর থেকে ভারত-ব্রিটেন বিমান পরিষেবা বন্ধ করে দেয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
করোনার নয়া ধরন নিয়ে উদ্বেগ এখনও জারি। এরই মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে ফের বিমান পরিষেবা চালুর উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। আগামী ৮ জানুয়ারি থেকে ফের চালু হবে পরিষেবা।
বিশ্বজুড়ে করোনার হামলা জারি। এই আবহেই দিন কয়েক আগেই ব্রিটেনে করোনার নয়া স্ট্রেনের হদিশ মেলে। যা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ায় সর্বত্র। এদেশেও করোনার নতুন স্ট্রেনের খোঁজ মেলে। সর্বপ্রথম ব্রিটেন থেকে আসা যাত্রীদের মধ্যে ৭ জনের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ মেলে।
বিশেষজ্ঞরা জানান, ব্রিটেনে যে নতুন করোনার স্ট্রেনের হদিশ মিলেছে সেটা আরও ভয়ঙ্কর। আগের থেকে ৭১ শতাংশ বেশি সংক্রামক। তবে তার উপসর্গ তেমন ভয়ঙ্কর নয়। এমনই দাবি করেছেন সিসিএমবির ডিরেক্টর ডঃ রাকেশ মিশ্র। তিনি জানিয়েছেন, করোনা যে নতুন স্ট্রেন দেখা দিয়েছে সেটার উপর সমানভাবেই সক্রিয় হবে করোনা ভ্যাকসিন।
পরিস্থিতি পর্যালোচনায় গত ২২ ডিসেম্বর থেকে ভারত ওব্রিটেনের মধ্যে বিমান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। জানানো হয় ৭ জানুয়ারি পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।
এরপর শুক্রবারই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়ে দেন, আগামী ৮ জানুয়ারি থেকে ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান পরিষেবা ফের চালু হবে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত সপ্তাহে দু’দেশের মধ্যে ১৫টি বিমান চলবে। ভারতের দিল্লী, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ বিমানবন্দর থেকে বিমানগুলি উড়বে।
এদিকে, করোনার নয়া স্ট্রেন ছুঁয়ে ফেলেছে চিনকেও। ব্রিটেন থেকে ফিরে আসা ২৩ বছরের এক মহিলার দেহে মিলেছে করোনার এই নয়া ধরনের সংক্রমণ। করোনা ভাইরাসের এই নয়া স্ট্রেন প্রথমে ব্রিটেন থেকে ছড়িয়েছিল।
এরপরে ইউরোপ-সহ বিশ্বের অন্য প্রান্তেও ছড়িয়ে পড়ে এই ভাইরাস। করোনাভাইরাসের নতুন স্ট্রেন সামনে আসার পর বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। বিজ্ঞানীরা দাবি করেছেন, ভাইরাসের এই স্ট্রেনটি মূল ভাইরাসের চেয়ে অনেক বেশি সংক্রামক।
বেশ কয়েকটি দেশ ট্র্যাফিক বন্ধ করে দিচ্ছে। কোথাও আবার লকডাউন ঘোষণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সম্ভবত নতুন স্ট্রেনের জেরেই গোটা বিশ্ব করোনার দ্বিতীয় ধাক্কার মুখোমুখি হচ্ছে।