বিশ্বের সবথেকে বেশী মোবাইলে ডেটা ব্যবহারকারীর তকমা পেল ভারত। সুইডেশ টেলিকম এরিকসনের দাবি, ২০১৮ সালে পৃথিবীতে সবথেকে বেশী ডেটা ব্যবহার করেছে ভারত। ভারতে একটি স্মার্টফোনে প্রতিমাসে গড় ৯.৮ জিবি ডেটা ব্যবহার করা হয়েছে।
বুধবার প্রকাশিত ওই রিপোর্টে আরও বলা হয়েছে, প্রতিমাসে একটি স্মার্টফোন পিছু ২০২৪ সালে এই ডেটা ব্যবহার করার পরিমান দ্বিগুন হয়ে যাবে। বেশী ডেটা ব্যবহারের কারণ হিসেবে এরিকসন ইন্ডিয়ার প্রধান অধিকর্তা নীতিন বনসল বলেন, ভারতে এলটিই সাবস্ক্রিপশনের সংখ্যা বেশী হওয়ার ফলে এবং মোবাইল সংযোগকারী কোম্পানিগুলি লোভনীয় অফার দেওয়ার ফলে এই সংখ্যাটা বেড়ে গিয়েছে। তাছাড়া কমবয়সীদের মোবাইলে ভিডিও দেখার প্রবণতা বেশী থাকার জন্য ডেটা বেশী ব্যয় হচ্ছে।
ওই রিপোর্টে ডেটা ব্যবহারের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী, ২০১৮ সালে উত্তর আমেরিকায় ৭ জিবি, লাতিন আমেরিকায় ৩.১ জিবি, পশ্চিম ইউরোপে ৬.৭ জিবি, মধ্য ও পূর্ব ইউরোপে ৪.৫ জিবি, আফ্রিকায় ৩ জিবি এবং উত্তর-পূর্ব এশিয়ায় ৩.৬ জিবি ডেটা গড়ে প্রতিমাসে ব্যবহার করা হয় একটি স্মার্টফোন পিছু।
তবে ভারতের ক্ষেত্রে এই ডেটা ব্যবহারের পরিমান আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ ভারতীয় টেলিকমে আগামী ৬ মাসের মধ্যেই ৫জি ইন্টারনেট পরিষেবা চালু হতে চলেছে। ফলে ডেটা ব্যবহারের পরিমান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আরও অনেক বেশী বাড়বে বলে মনে করা হচ্ছে।