রাজ্যের ৩৪তম প্রতিষ্ঠা দিবসে অরুণাচলে (Arunachal) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সেখানে যাওয়া ঘিরে চিনের বিদেশ মন্ত্রকের তীব্র প্রতিক্রিয়ার পাল্টা জবাব শাহের। এক সাংবাদিক বৈঠকে চিনের বিদেশমন্ত্রীকে অরুণাচলে শাহের পরিদর্শন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,চিন (China) অরুণাচলকে কোনোদিন ই ভারতের অংশ হিসেবে মানে না ।
কারণ এটিকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে তারা। এমনকি সীমান্তে শান্তি বজায় রাখার জন্য ভারতকে হুঁশিয়ারিও দেন। চিনের বিদেশ মন্ত্রী জেং সুয়াং (Jang Suang) বলেন, চিনের অবস্থান একেবারেই সঠিক। কিন্তু ভারত বারবারই তার সীমা লঙ্ঘন করে আসছে ।
যা সীমান্তে শান্তি বজায় থাকার পরিপন্থী। তার পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, চিনের এই আপত্তির কোন কারণ ভারতে বোঝার বাইরে ।
ভারতের ভূখন্ড অরুণাচল (Arunachal) । তাতে সেখানে কোন মন্ত্রী যাবেন তা একেবারেই দেশের আভ্যন্তরীণ বিষয়। প্রসঙ্গত ১৯৩৮ সালের পর অরুণাচল প্রদেশ রাজ্য হিসেবে ভারতে অন্তর্ভূক্ত হয়। তার আগে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবেই ছিল। ভারত তিব্বত সীমানা ম্যাকমোহন লাইনের দ্বারা নির্ধারণ হওয়ার পরই এ রাজ্যের আত্মপ্রকাশ ।