করোনা-তাণ্ডবে আতঙ্কে ভারত : বেড়েই চলেছে মৃত্যু-সংক্রমণ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপ থামছেই না ভারতে (India)। ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ওডিশা প্রভৃতি রাজ্যে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা


মহারাষ্ট্র (Maharashtra) মহারাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫২২ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত মহারাষ্ট্রে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে হল, যথাক্রমে-৩৬৯ এবং ৮৫৯০। 


দিল্লি (Delhi) :
রাজধানী দিল্লিতে বিগত ২৪ ঘন্টার মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯০ জন। নতুন করে ১৯০ জন সংক্রমিত হওয়ার পর দিল্লিতে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩১০৮।

মঙ্গলবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, দিল্লিতে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১০৮। নতুন করে সংক্রমিত রোগীর সংখ্যা ১৯০। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৮৭৭ জন, ১১ জন ভেন্টিলেটরে। দিল্লিতে মৃত্যু হয়েছে ৫৪ জনের। বিগত ১৩ দিনের মধ্যে যা দ্বিগুন। 


রাজস্থান (Rajasthan) :
এক ধাক্কায় রাজস্থানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬৬ জন। নতুন করে ৬৬ জন আক্রান্ত হওয়ার পর রাজস্থানে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৩২৮। মঙ্গলবার সকালে রাজস্থান স্বাস্থ্য দফতর জানিয়েছে, মঙ্গলবার রাজস্থানে নতুন করে ৬৬ জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে। আক্রান্ত ৬৬ জনের মধ্যে জয়পুরে ১৭ জন আক্রান্ত হয়েছেন, যোধপুরে ১৩ জন, কোটায় ১৯ জন এবং আজমের-এ ১১ জন সংক্রমিত হয়েছেন। সবমিলিয়ে রাজস্থানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২,৩২৮-এ পৌঁছেছে। রাজস্থানে নতুন করে একজনের মৃত্যু হয়েছে কোটায়। স্বস্তির বিষয় হল, মরুরাজ্যে ইতিমধ্যেই করোনা-মুক্ত হয়েছেন ৭৬৬ জন। মৃত্যু হয়েছে ৫১ জনের।


অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) :
অন্ধ্রপ্রদেশে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ জন। ফলে কর্ণাটকে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২৫৯, মৃত্যু হয়েছে ৩১ জনের।


মধ্যপ্রদেশ (Madhya Pradesh) :
মধ্যপ্রদেশের করোনাভাইরাস পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মধ্যপ্রদেশে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা ২৩৪০-এ পৌঁছেছে। রাজ্যে করোনা-প্রকোপ সর্বাধিক ইন্দোর, ভোপাল, উজ্জয়িনী এবং জব্বলপুরে। ইন্দোরে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৫ জন, ভোপালে ২১ জন, উজ্জয়িনীতে ১৩ জন, জব্বলপুরে দু’জন এবং রায়সেন-এ একজন আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রদেশে নতুন করে মৃত্যু হয়েছে আরও ৭ জনের, ফলে মৃতের সংখ্যা ৬৩-তে পৌঁছেছে।


উত্তর প্রদেশ (Uttar Pradesh) :
উত্তর প্রদেশের আগ্রায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮ জন। ফলে আগ্রায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৮৯। আগ্রায় সুস্থ হয়েছেন ৫৪ জন। 


ওডিশা (Odisha) :
ওডিশায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত ওডিশায় করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১১৮। পশ্চিমাঞ্চলীয় জেলা সুন্দরগড়ে ৪ জন এবং উপকূলবর্তী জেলা ভদ্রকে ৩ জন আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.