চিনা আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ করতে গিয়ে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী।বিতর্কিত প্যাংগং ঝিলের দক্ষিণ তীরবর্তী লাগোয়া থাকুগ পর্বত শৃঙ্গ নিজেদের দখলে করে নিয়েছে ভারত। ইতিমধ্যেই এই শৃঙ্গে বিপুল পরিমাণ সামরিক সমরাস্ত্র মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। ২৯-৩০ আগস্ট রাতে চিনা সেনাবাহিনী যখন ওই শৃঙ্গ থেকে কিছুটা দূরে ছিল তখনই শৃঙ্গের ওপর নিজেদের অধিকার জমায় ভারত। এতে করে কৌশলগত দিক থেকে ভারতীয় সেনাবাহিনীর ফায়দা হল বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞরা। এছাড়াও প্যাংগং ঝিলের অন্যত্র কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিজেদের সামরিক সমাবেশ ঘটিয়েছে ভারত। গোয়েন্দা সূত্র থেকে ভারতের কাছে আগেই খবর ছিল যে দক্ষিণ প্যাংগং ঝিলের গুরুত্বপূর্ণ শৃঙ্গে দখল করতে আসবে চিন। তাই শৃঙ্গ আগেভাগে দখল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় সেনা।এর জন্য অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। চিন যখন শৃঙ্গ দখলের জন্য রওনা দিয়েছে। তখন ভারতীয় সেনা ইতিমধ্যেই শৃঙ্গের উপর বসে ছিল। উল্লেখ করা যেতে থাকুগ নামক এই শৃঙ্গটি ভারতীয় সীমানার মধ্যে বরাবরই ছিল। কিন্তু কখনো ভারত সেখানে সেনা সমাবেশ করেনি। দুই দেশের সেনাবাহিনী যতবার শীর্ষ পর্যায়ের বৈঠক করেছে ততবার এই শৃঙ্গটি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কখনো তা নিয়ে সমাধানসূত্র বেরিয়ে আসেনি।
2020-09-01