‘ইন্ডিয়া’ পাল্টে ‘ভারত’ হবে, কোনো বাপের ব্যাটা আটকাতে পারবে না। যার পছন্দ হবে না সে দেশ ছেড়ে চলে যাক। খড়্গপুরে রবিবার জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে ইন্ডিয়ায় নাম পরিবর্তন নিয়ে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তামিলনাড়ুতে বিরোধিতা হচ্ছে কেনো, যদি নাম পরিবর্তনের বিরোধিতা করতেই হয় তাহলে মাদ্রাস নাম পাল্টে চেন্নাই করা হয়েছিল কেনো এই প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।
ব্রিটিশ মুঘলরা যারা কয়েক শতক ধরে ভারতে এসে অত্যাচার চালিয়েছে তাদের দেওয়া কোনো নাম আর রাখা হবে না বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, ভারতে থেকে ইন্ডিয়া বলা যাবে না। ভালো না লাগলে চলে যেতে পারেন।