ভারত (India) আর বাংলাদেশের (bangladesh) মধ্যে দ্বিপাক্ষিক বার্তা চলছে। করোনা কালে এবার এই বার্তা ভার্চুয়ালি হচ্ছে। এই বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে আশ্বাস দিয়েছেন যে, করোনা কালেও বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে ভারত। এর সাথে সাথে চিলাহাটি-হলদিবাড়ি রেল লিঙ্কের শুভারম্ভ হয়, দুই দেশের মধ্যে বেশ কয়েকটি MoU তেও স্বাক্ষর হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দুই দেশ দীর্ঘদিন ধরে ভার্চুয়াল মাধ্যমে একে অপরের সাথে যুক্ত আছে, বিজয় দিবসের পর আমাদের সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিজয় দিবসের অবসরে গোটা দেশে মশাল পরিক্রমা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক আরও মজবুত করাই আমাদের প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনা কালে ভারত-বাংলাদেশের সম্পর্ক খুব ভালো ছিল। ভ্যাকসিনের কাজেও দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দুই দেশ কানেক্টিভিটিতে জোর দিচ্ছে, এটা আমাদের সুসম্পর্ক আর ভালো বন্ধুত্বের ফল। ভারত সর্বদা বঙ্গবন্ধুর সন্মান করে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশই বিজয় দিবস পালন করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ ১৯৭১ সালে শহীদ হওয়া ভারতীয় জওয়ানদের শ্রদ্ধাঞ্জলিও দেন। শেখ হাসিনা ১৯৭১ এর মুক্তিযুদ্ধে ওনার পরিবারের সাথে কি হয়েছিল সেটাও জানান।
শেখ হাসিনা বলেন, করোনার মধ্যে দুই দেশের সম্পর্ক আরও ভালো হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক মজবুত হয়েছে। দুই দেশ এবছর অনেক নতুন কানেক্টিভিটির কাজ শুরু করেছে, ভারত করোনার সময় আমাদের সাহাজ্য করেছে। আগামী দিনে বিশ্বের অর্থনীতিতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।