দেশজুড়ে
বেড়েই চলেছে করোনার মারণ
দৌরাত্ম্য। বিগত
২৪ ঘন্টায় আক্রান্ত ১৯৯০৬। ফলে
সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
৫২৮৮৫৯। এর
মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০৩০৫১।
সুস্থ হয়ে বাড়ি ফিরে
গিয়েছে ৩০৯৭১৩ বলে রবিবার
সকালে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রক। কেন্দ্রীয়
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে
এ দিন আরও জানানো
হয়েছে যে বিগত ২৪
ঘণ্টায় মারণ এই রোগে
আক্রান্ত হয়ে মারা গিয়েছে
৪১০।সবমিলিয়ে
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
১৬০৯৫।
করোনায়
সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে
আক্রান্ত ১৫৯১৩৩।এর
পরেই রয়েছে দিল্লি।সেখানে আক্রান্তের সংখ্যা
বেড়ে দাঁড়িয়েছে ৮০১৮৮। উল্লেখ
করা যেতে পারে শনিবার
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন জানিয়েছিলেন
যে ভারতে করোনা থেকে
সুস্থ হয়ে ওঠার হার
৫৮ শতাংশের বেশি। দেশের
করোনা পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এবং
অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর
সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয়
স্বাস্থ্যমন্ত্রী। ভারতীয়
চিকিৎসা বিজ্ঞান গবেষণা সংস্থা আইসিএমআরের
তরফ থেকে জানানো হয়েছে
শনিবার গোটা দেশজুড়ে পরীক্ষা
করা হয়েছিল ২৩১০৯৫ লালারস নমুনার। ২৭
জুন পর্যন্ত গোটা দেশজুড়ে ৮২২৭৮০২
লালারস নমুনার পরীক্ষা করা
হয়েছে।