অনলাইন শিক্ষার সুব্যবস্থা করতে বছর দু’য়েক আগেই ‘স্বয়ম’ নামে এক প্রকল্পের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সাধারণ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই প্রকল্পে চলতি আর্থিক বছরে ৪০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন। আগেই এই প্রকল্পের সুখ্যাতি শোনা গিয়েছে শিক্ষামহল থেকে। এবার বাজেটে ৪০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণার পরেও সেই একই সুর। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, এই প্রকল্পের পাশাপাশি ভারতে উচ্চশিক্ষার হাব গড়ে তোলাই কেন্দ্রের লক্ষ্য।
এই প্রকল্পে কেন্দ্রের জোর দেওয়া প্রসঙ্গে জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরনজিৎ সিং বলেন, “এটা অত্যন্ত ভালো উদ্যোগ। স্বয়ম প্রকল্পে ৪০০ কোটি টাকা বরাদ্দে আমি খুশি। এক কোটি ছাত্রছাত্রীকে অনলাইন শিক্ষার সুযোগ করে দেওয়া, দক্ষতার প্রশিক্ষণে সাহায্য করা বড় উদ্যোগ। যেভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতকে এডুকেশন হাব বানাতে চাওয়া হচ্ছে তাতে অনেক বিদেশি পড়ুয়াও আগ্রহী হবে। শিক্ষাক্ষেত্রে কোলাবরেশনের সুযোগও বাড়বে।”
এক নজরে জেনে নেওয়া যাক কী এই স্বয়ম প্রকল্প। দেশ জুড়ে উচ্চশিক্ষায় অনলাইনে বিভিন্ন কোর্স চালাতেই এই প্রকল্প শুরু করে মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। ৩৫০টিরও বেশি বিষয়ে পড়ুয়াদের অনলাইনে পড়াশোনার সুযোগ করে দিতে ‘স্বয়ম’ প্রকল্প শুরু হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানাচ্ছে, স্নাতকোত্তর বিভাগে বিভিন্ন বিষয়ে অনলাইনে ভিডিও কনফারেন্স এবং অনলাইন টেস্টের মাধ্যমে পড়ানো হয় এই সমস্ত কোর্স।
কোনও পড়ুয়ার যদি মনে হয়, তিনি যে বিষয়ে পড়াশোনা করছেন সেটির একটি বিশেষ অংশ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভালো করে পড়তে পারছেন না, তাহলে তিনি স্বয়ম প্রকল্পের মাধ্যমে অনলাইনে সেই কোর্স পড়ার আবেদন করতে পারেন।
দেশের বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে তৈরি হয়েছে কোর্সের ভিডিও। সেই ভিডিও দেখে এবং অনলাইনে ওই শিক্ষকদের থেকে সরাসরি পড়া বুঝে নিতে পারেন পড়ুয়ারা। প্রত্যন্ত অঞ্চলের কোনও পড়ুয়া যাতে সেরা শিক্ষকের কাছ থেকে শেখার সুযোগ পেতে পারেন, সেই উদ্দেশ্যেই এই প্রকল্প শুরু করা হয়েছে বলে দাবি কেন্দ্রের। আরও একটা বড় সুযোগ আছে এই অনলাইন কোর্সের। অনলাইনের পরীক্ষায় যে নম্বর পরীক্ষার্থী পাবেন, তা তাঁর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সঙ্গেও যোগ হয়ে যায়।