ভারতের আভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানো অব্যাহত | শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার ট্যুইটার হ্যান্ডেলে একটি ফেক ভিডিও পোস্ট করে লেখেন মুসলিম সংখ্যালঘুদের উপর নাকি উত্তরপ্রদেশের পুলিশ এভাবেই অত্যাচার করেছে | নাগরিক সংশোধনী আইনের বিরোধীতা করার এমনই প্রহার জুটেছে সংখ্যালঘু মুসলিমদের কপালে|

এই ভিডিও পোস্টের পরই নেটিজেনরা সরব হয় |

কারণ যেটি পোস্ট করে উত্তরপ্রদেশের পুলিশ বলে ইমরান দাবি করেছেন, তা মোটেই ভারতের ভিডিও নয় |

ভিডিওটি প্রতিবেশী বাংলাদেশের পুলিশ যেখানে ঢাকার রাস্তায় সাত বছরের একটি ছেলের উপর গুলি চালাচ্ছে | সন্ত্রাসদমনকারী পুলিশের এই ভিডিওটি ইমরান দুদিন ধরে তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করার পর উত্তরপ্রদেশ পুলিশ তার তীব্র বিরোধীতা করে পাল্টা পোস্ট করে |

তারা বলেন,এই একই ভি়ডিও আসামের এনআরসির অশান্তির সময় পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল | আদতে এই ভিডিও ২০১৩সালে বাংলাদেশের বলে সাফ জানিয়ে দেয় উত্তরপ্রদেশ পুলিশ | তারপরই ভারতের নাগরিকেরা ইমরানকে ট্রল করতে থাকে | শেষমেশ চাপে পড়ে এই ভিডিও মুছতে বাধ্য হন ইমরান |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.