• One Mission, One Direction- এই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া হয়ে দেশকে: মোদী
  • তৈরি করা হবে জল শক্তি মন্ত্রক। ইস্তেহার প্রকাশের পর এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবাই যাতে জল পায়, সেদিকে নজর দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
  • ২০১৪-এর মধ্যে প্রত্যেক জেলায় একটি করে মেডিক্যাল কলেজ গঠন করা হবে।
  • ২০৩০-এর মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা হবে ভারতকে। ২০২৫-এর মধ্যে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ও ২০৩২-এর মধ্যে ১০ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করা হবে ভারতকে।
  • প্রত্যেক মানুষের পাঁচ কিলোমিটারের মধ্যে যাতে ব্যাংকিং পরিষেবা পাওয়া যায়, সেদিকে গুরুত্ব দেওয়া হবে। প্রত্যেকের জন্য শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করা হবে।
  • ২০২৪-এর মধ্যে রেলে সম্পূর্ণ ইলেকট্রিফিকেশন হবে।
  • তৈরি করা হয়ে ৬০,০০০ কিলোমিটার হাইওয়ে।
  • ২০২৪-এর মধ্যে তৈরি করা হবে ২০০টি নতুন এয়ারপোর্ট।
  • সব দিক খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব তৈরি করা হয়ে রাম মন্দির। বড় ঘোষণা বিজেপি।
  • কৃষকদের জন্য ঋণে কোনও সুদ লাগবে না, ঘোষণা বিজেপির।
  • পাঁচ বছরে কৃষিক্ষেত্রে খরচ করা হবে ২৫ লক্ষ কোটি টাকা।
  • ছোট কৃষকদের জন্য পেনশন স্কিমের উল্লেখ বিজেপির ইস্তেহারে।
  • দেশের নিরাপত্তাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে নির্বাচনী ইস্তেহারে।
  • বিজেপির ইস্তেহারের থিম Nation First. প্রকাশ করা হচ্ছে ৪৫ পাতার ইস্তেহার।
  • ৬ কোটি মানুষের মনের কথা দিয়েই তৈরি হয়েছে ইস্তেহার, জানালেন অমিত শাহ।
  • ৭৫টি প্রতিশ্রুতি থাকবে বিজেপির সংকল্প পত্রে।
  • অমিত শাহ বললেন, আগামী পাঁচ বছর হবে আশা ও আকাঙ্খার সরকার।
  • সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে অমিত শাহ বললেন, সন্ত্রাসবাদের মূলে গিয়ে আঘাত করা হয়েছে।
  • পাঁচ বছরে আমরা ৫০টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি: অমিত শাহ।
  • পাঁচ বছরের মোদী সরকারের সাফল্যের খতিয়ান ধুলে ধরছেন অমিত শাহ। বললেন, ২০১৪ থেকে ২০১৯ দেশের জন্য সোনালি সময়।
  • গ্যাস, বিদ্যুতের মত প্রয়োজনীয় জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত পাঁচ বছরে: অমিত শাহ
  • রাজনাথ সিং প্রকাশ করবেন নির্বাচনী ইস্তেহার।
  • সংকল্প পত্র নামে এই ইস্তেহার প্রকাশ করা হচ্ছে।
  • বিজেপির হেডকোয়ার্টার থেকে প্রকাশ করা হচ্ছে সেই ইস্তেহার।
  • লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করছে বিজেপি। উপস্থিত রয়েছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, রাজনাথ সিং সহ বিজেপির প্রথম সারির নেতারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.