কাঁপুনি ধরিয়ে দেওয়া ঠাণ্ডা ও কুয়াশার দাপট থেকে থেকে নিস্তার নেই রাজধানীর। দিল্লিতে গত কয়েকদিনের মতো শুক্রবার সকালেও কুয়াশাচ্ছন্ন রাস্তায় স্তব্ধ হয়েছে যানবাহনের গতি। একই অবস্থা ছিল উত্তর ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও। এদিন সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলি। শুক্রবারও দৃশ্যমানতার অভাবে দেরিতে চলাচল করেছে ২৭টি ট্রেন। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ২৯ জানুয়ারি (শুক্রবার) দৃশ্যমানতার অভাবে দেরিতে চলাচল করেছে ২৭টি ট্রেন।
কুয়াশার দাপট এতটাই বেশি ছিল যে, শুক্রবার সকালে দিল্লির বিভিন্ন প্রান্তে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির পঞ্জাবি বাগ, দিল্লি সংলগ্ন গাজীপুর, ইন্ডিয়া গেট, সিংঘু সীমা-প্রভৃতি এলাকা। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্জাব, হরিয়ানা, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং বিহার। তুলনামূলক কম কুয়াশা ছিল চন্ডীগড়, দিল্লি, সিকিম ও ত্রিপুরা।
2021-01-29