দেখা মাত্রই সংঘর্ষে লিপ্তদের গুলির নির্দেশ দিল্লি পুলিশের,অশান্ত চার এলাকায় জারি কারফিউ

দেখা মাত্রই সংঘর্ষে লিপ্তদের গুলির নির্দেশ দিল্লি পুলিশের,অশান্ত চার এলাকায় জারি কারফিউ

উত্তর পূর্ব দিল্লিতে যেসকল অঞ্চলগুলিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অশান্ত জায়গাতে দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হল | বিগত দুদিন ধরে যেভাবে দুই গোষ্ঠীর সংঘর্ষ ছড়িয়েছে তাতে কমপক্ষে ১৫৬জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে | এদের অধিকাংশই পুলিশ কর্মী যারা কর্তব্যরত অবস্থায় আহত হয়েছেন আন্দোলনকারীদের ছোঁড়া ইট পাথরের আঘাতে |

সবচেয়ে অশান্ত এলাকা চান্দবাগ,ভজনপুরাতে এই নির্দেশ প্রযোজ্য | সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি থেকে জানা গিয়েছে সেখানে ঘরবাড়ি থেকে পেট্রোল পাম্প থেকে পুড়তে বাদ যায়নি কিছুই | এই অবস্থায় একের পর এক বৈঠক সেরেছেন দিল্লির উচ্চ পদস্থ প্রশাসনিক কর্তারা | তারপরেই মঙ্গলবার রাতে দিল্লির পুলিশের এস পি যমুনা বিহার অঞ্চলে এই নির্দেশিকার কথা ঘোষণা করে | চারটি অঞ্চলে ঘোষিত হয় কারফিউও | মঙ্গলবার সকাল থেকেই অশান্তি আরও বাড়তে থাকে | যা সিএএ থেকে সরে গিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষের রূপ নেয় | তা থামাতে খানিকটা অসহায়ের মত লাগে দিল্লি পুলিশের কর্মীদের |

জাফরাবাদ ও মৌজাপুর ,বাবরপুরের মত অঞ্চলগুলিকে কার্যত অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা | সেগুলিকে খালি করাতে গেলে তুঙ্গে ওঠে অশান্তি | লাগোয়া অঞ্চল গাজিয়াবাদের তিন দিকের সীমানা সিল করা হয়েছে | বন্ধ রাখা হয়েছে সমস্ত পাব ও মদের দোকান | রাস্তার অভিমুখের গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য রাস্তা দিয়ে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.