রাফাল চুক্তি নিয়ে সুপ্রীম কোর্টের রায়কে স্বাগত জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, এটা কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকেই স্বাগত জানাচ্ছে। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সরকারের স্বচ্ছতা সুপ্রীম কোর্ট কর্তৃক অনুমোদিত হয়েছে।
এএনআই
রাফাল চুক্তি নিয়ে সুপ্রীম কোর্টের রায়কে স্বাগত জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, এটা কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকেই স্বাগত জানাচ্ছে। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সরকারের স্বচ্ছতা সুপ্রীম কোর্ট কর্তৃক অনুমোদিত হয়েছে।
এএনআই
Defence Minister Rajnath Singh: I welcome this judgement by Supreme Court and it is a vindication of our government's stand. The transparency of our govt's decision making has been given an approval by Supreme Court. #RafaleVerdict pic.twitter.com/LkalBZvVJb
— ANI (@ANI) November 14, 2019
Designed using Magazine Hoot. Powered by WordPress.