করোনা পরিস্থিতি কেমন ভারতে, তা নিয়ে নানা প্রশ্ন। তবে দেশে বাড়ছে করোনা টেস্ট। কোভিড পরীক্ষার সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে ভারতে, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।
আইসিএমআরের তথ্য অনুযায়ী, অগাস্টের ১৬ তারিখ অবধি ৩,০০,৪১,৪০০ স্যাম্পেল টেস্ট করা হয়েছে। শুধু রবিবারই ৭,৩১,৬৯৭ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।
সোমবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, “ব্যপকহারে এবং সময়মতন পরীক্ষায় ভারতে এখনও ৩ কোটির বেশি টেস্ট করা হয়েছে”। কোভিড-১৯ মোকাবিলায় জুলাই মাসের ১৬ তারিখ অবধি পরীক্ষা করা হয়েছে ১ কোটি স্যাম্পেল। অগাস্টের ২ তারিখে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, পুণের ল্যাবরেটরি এবং অন্যান্য ১০০টি ল্যাবে পরীক্ষা শুরু করে আরও দ্রুত হয়েছে পদ্ধতি, জুন মাসের ২৩ তারিখ অবধি ১০০০ টেস্টিং ল্যাবকে অনুমোদন দিয়েছে আইসিএমআর।
দেশে মোট কোভিড টেস্টের সরকারি ল্যাবরেটারির সংখ্যা ১৪৭০, প্রাইভেট ল্যাব ৫০১, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
দেশে করোনার জেরে মৃত্যু সংখ্যা পেরিয়ে গেল ৫০ হাজার। মোট আক্রান্ত হয়েছে ২৬ লক্ষ ৪৭ হাজারেরও বেশি মানুষ। শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্ত ৫৭ হাজার ৯৮২ জন ও ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৪১ জনের।
পরিসংখ্যান বলছে, দেশে মোট আক্রান্তের মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ৭৬ হাজার ৯০০ জন। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪৩ জন। দেশজুড়ে মোট মৃত্যু হয়েছে ৫০ হাজার ৯২১ জন।
এই মুহূর্তে দেশবাসী অপেক্ষা করছে ভ্যাকসিনের। ১৫ অগস্ট মোদী লালকেল্লা থেকে জানিয়েছেন, দেশেই তৈরি হচ্ছে ভ্যাক্সিন। বর্তমানে তিনটি ভ্যাক্সিন পরীক্ষামূলক পর্যায়ে আছে। এখন অপেক্ষা শুধু গ্রিন সিগন্যালের।
রাশিয়া ভ্যাকসিন তৈরির দাবি জানালেও বিশ্বের বহু দেশ তা মানতে নারাজ। এমনকি হু-ও ভ্যাকসিনের তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়ার তৈরি ভ্যাকসিনের নাম।