৩৯ লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৬৮,৪৭২

ভারতে কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ থামছেই না। বাড়তে বাড়তে ভারতে ৩৯ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩৯,৩৬,৭৪৮-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৯৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৩,৩৪১ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৮,৪৭২ জন এবং মোট সংক্রমিত ৩৯,৩৬,৭৪৮ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩০,৩৭,১৫২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৩১ হাজার ১২৪। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৬৮,৪৭২ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪৮ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৪,২০০ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৭ জন, অসমে ৩৩০ জন, বিহারে ৬৭২ জনের, চন্ডীগড়ে ৬৩ জন, ছত্তিশগড়ে ৩১৫ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৫০০ জনের, গোয়া ২১২ জন, গুজরাটে ৩,০৬২ জনের, হরিয়ানায় ৭৪০ জনের, হিমাচল প্রদেশে ৪৮ জনের, জম্মু-কাশ্মীরে ৭৪৩ জনের, ঝাড়খণ্ডে ৪৪৪ জনের, কর্ণাটকে ৬,০৫৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩১৫ জন, লাদাখে ৩৫ জন, মধ্যপ্রদেশে ১,৪৮৩ জন, মহারাষ্ট্রে ২৫,৫৮৬ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৩২ জন, মেঘালয়ে ১৩ জন, নাগাল্যান্ডে ৯ জন, ওডিশায় ৫২২ জনের, পুদুচেরিতে ২৬০ জন, পঞ্জাবে ১,৬৯০ জন, রাজস্থানে ১,০৯৫ জনের, সিকিমে ৪ জন, তামিলনাড়ুতে ৭,৬০৮ জন, তেলেঙ্গানায় ৮৬৬ জন, ত্রিপুরায় ১২৯ জন, উত্তরাখণ্ডে ৩০০ জন, উত্তর প্রদেশে ৩,৬৯১ জন এবং পশ্চিমবঙ্গে ৩,৩৯৪ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৭৪ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৭.১৫ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২১.১১ শতাংশ মানুষ।
২৪ ঘন্টায় ১১.৬৯ লক্ষ, ভারতে ৪.৬৬ কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট
দৈনিক কোভিড-১৯ পরীক্ষায় ফের রেকর্ড গড়ল ভারত। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১১,৬৯,৭৬৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৪.৬৬ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এযাবৎ দেশে ৪,৬৬,৭৯,১৪৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে ১১,৬৯,৭৬৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.