একদিনে সর্বোচ্চ করোনা ভাইরাসের সংক্রমণ ভারতে, আক্রান্ত ৯০,৬৩২

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের রেকর্ড বৃদ্ধি হল ভারতে। একদিনে ৯০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী, রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৪১,১৩,৮১১। এখনও পর্যন্ত এই সংক্রমণে মৃত্যু হয়েছে ৭০,৬২৬ জনের। করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩১,৮০,৮৬৫ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৮,৬২,৩২০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০,৬৩২ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৬৫ জনের। আর সুস্থ হয়েছেন ৭৩,৬৪২ জন। দেশে এখন সুস্থতার হার ৭৭.৩২ শতাংশ। আর মৃত্যুহার ১.৭২ শতাংশ।

টানা পাঁচ দিন পর ফের তিন হাজারের ঘরে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মানুষের করোনা ভাইরাসের সংক্রমণের পরীক্ষা হয়েছে। তাতেই সংক্রমণের সংখ্যা এক লাফে ৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে। তবে একদিনে যত জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, তার চেয়ে বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠেছেন, যা আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। গত ৩১ আগস্ট থেকে দৈনিক নতুন সংক্রমণ দু’হাজারের ঘরেই ঘোরাফেরা করছিল। শুক্রবার রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হন ২,৯৭৮ জন। শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩০৪২ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৭০১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.