ভারতে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে (Novel coronavirus) আক্রান্তের সংখ্যা ফের বাড়ল। মঙ্গলবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৫৩৬, বুধবার সকালে আক্রান্তের সংখ্যা ৫৬২-তে গিয়ে ঠেকেছে। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই সংখ্যা জানানোর পাশাপাশি এটাও জানিয়েছে যে, দিল্লিতে মঙ্গলবার যার মৃত্যু হয়েছিল, করোনাভাইরাসে (Coronavirus) সংক্রমিত হয়ে তাঁর মৃত্যু হয়নি। অর্থাৎ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বুধবার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৯। সুস্থ হয়েছেন ৪০ জন।
৯ জনের মধ্যে মহারাষ্ট্রে দু’জনের মৃত্যু হয়েছে, বিহার, কর্ণাটক, গুজরাট, পঞ্জাব, দিল্লি, পশ্চিমবঙ্গ এবং হিমাচল প্রদেশে একজন করে প্রাণ হারিয়েছেন। যদিও, তামিলনাড়ুতেও একজনের মৃত্যু হয়েছে।
সর্বাধিক আক্রান্ত কেরলে, দক্ষিণ ভারতের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০৯, তারপরই মহারাষ্ট্র, মহারাষ্ট্রে (Maharashtra) আক্রান্তের সংখ্যা ১০১। কর্ণাটকে (Karnataka) সংক্রমিত ৪১ জন, তেলেঙ্গানায় (Telangana) ৩২ জন, দিল্লিতে (Delhi) ৩১ জন, হরিয়ানায় (Haryana) ২৮, পঞ্জাবে (Punjab) ২৯ জন, লাদাখে (Ladakh) ১৩ জন, তামিলনাড়ুতে (Tamil Nadu) ১৮ জন, পশ্চিমবঙ্গ (West Bengal) , মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এবং অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ৯ জন করে সংক্রমিত, চন্ডীগড় এবং জম্মু-কাশ্মীরে ৭ জন করে সংক্রমিত, উত্তরাখণ্ডে ৪ জন সংক্রমিত, হিমাচল ও বিহারে ৩ জন করে সংক্রমিত, ওডিশায় দু’জন আক্রান্ত এবং পুদুচেরি, মণিপুর এবং ছত্তিশগড়ে একজন করে আক্রান্ত।