৩৪ লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৬২,৫৫০

কোভিড-১৯ ভাইরাসের বাড়বাড়ন্ত অব্যাহত। বাড়তে বাড়তে ভারতে ৩৪ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩৪,৬৩,৯৭৩-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০২১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬,৪৭২ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৬২,৫৫০ জন এবং মোট সংক্রমিত ৩৪,৬৩,৯৭৩ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৬,৪৮,৯৯৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ৫২ হাজার ৪২৪।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৬২,৫৫০ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪২ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৩,৭১৪ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৫ জন, অসমে ২৮৬ জন, বিহারে ৫৫৮ জনের, চন্ডীগড়ে ৪৫ জন, ছত্তিশগড়ে ২৫১ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৩৮৯ জনের, গোয়া ১৭৫ জন, গুজরাটে ২,৯৭৬ জনের, হরিয়ানায় ৬৬১ জনের, হিমাচল প্রদেশে ৩৩ জনের, জম্মু-কাশ্মীরে ৬৭৮ জনের, ঝাড়খণ্ডে ৩৮১ জনের, কর্ণাটকে ৫,৩৬৮ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২৭৪ জন, লাদাখে ২৮ জন, মধ্যপ্রদেশে ১,৩২৩ জন, মহারাষ্ট্রে ২৩,৭৭৫ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ২৭ জন, মেঘালয়ে ১০ জন, নাগাল্যান্ডে ৯ জন, ওডিশায় ৪৫৬ জনের, পুদুচেরিতে ১৯৯ জন, পঞ্জাবে ১,৩০৭ জন, রাজস্থানে ১,০১৭ জনের, সিকিমে ৩ জন, তামিলনাড়ুতে  ৭,০৫০ জন, তেলেঙ্গানায় ৮০৮ জন, ত্রিপুরায় ৯৪ জন, উত্তরাখণ্ডে ৩৯ জন, উত্তর প্রদেশে ৩,২৯৪ জন এবং পশ্চিমবঙ্গে ৩,০৭৩ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৮১ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৬.৪৭ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২১.৭২ শতাংশ মানুষ। 
ফের বৃদ্ধি, ২৪ ঘন্টায় ভারতে ৯.০১ লক্ষ কোভিড-১৯ নমুনা পরীক্ষাভারতে কোভিড-১৯ নমুনা পরীক্ষায় ফের বৃদ্ধি। বিগত ২৪ ঘন্টায় ভারতে ৯.২৮ লক্ষের বেশি কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৮ আগস্ট সারাদিনে ৯,২৮,৭৬১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.