৩৭ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ৭১৮ জনের, আক্রান্ত ২৩,০৭৭

ভারতে (India) কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে ফের বাড়ল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। শুক্রবার সকাল আটটার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় ২৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। ইতিমধ্যেই ভারতে মৃত্যু হয়েছে ৭১৮ জনের। স্বস্তির বিষয় হল, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪,৭৪৯ জন। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৩,০৭৭ জন (সক্রিয় করোনা রোগী ১৭,৬১০)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১৮। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪,৭৪৯ জন


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৭১৮ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ২৭ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে দু’জনের, দিল্লিতে ৫০ জনের, গুজরাটে ১১২ জনের, হরিয়ানায় ৩ জনের, হিমাচল প্রদেশে একজনের, জম্মু-কাশ্মীরে ৫ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ১৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩ জন, মধ্যপ্রদেশে ৮৩ জন, মহারাষ্ট্রে ২৮৩ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ১৬ জন, রাজস্থানে ২৭ জনের, তামিলনাড়ুতে ২০ জন, তেলেঙ্গানায় ২৪ জন, উত্তর প্রদেশে ২৪ জন এবং পশ্চিমবঙ্গে ১৫ জন প্রাণ হারিয়েছেন।


ভারতের বিভিন্ন রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যাআক্রান্তের নিরিখে সর্বাগ্রে মহারাষ্ট্রমহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬,৪৩০, দিল্লিতে ২,৩৭৬, তামিলনাড়ুতে ১৬৮৩, কেরলে ৪৪৭, কর্ণাটকে সংক্রমিত ৪৪৫ জন। অন্ধ্রপ্রদেশে ৮৯৫ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২২ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৩৬ জন, বিহারে ১৫৩ জন, চন্ডীগড়ে ২৭ জন, ছত্তিশগড়ে ৩৬ জন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ২৬২৪ জন, হরিয়ানায় ২৭২ জন, হিমাচল প্রদেশে ৪০ জন, জম্মু-কাশ্মীরে ৪২৭ জন, ঝাড়খণ্ডে ৫৩ জন, লাদাখে ১৮ জন, মধ্যপ্রদেশে ১৬৯৯ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ৯০ জন, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে ২৭৭ জন, রাজস্থানে ১৯৬৪ জন, তেলেঙ্গানায় ৯৬০ জন, ত্রিপুরায় দু’জন, উত্তরাখণ্ডে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫১০ এবং পশ্চিমবঙ্গে ৫১৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.