ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৭৭৫, দেশে আক্রান্ত ২৪,৫০৬ : স্বাস্থ্য মন্ত্রক

মারণ কোভিড-১৯ ভাইরাসের হানা ঠেকানোই যাচ্ছে নাভারতে (India) কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে ফের বাড়ল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। শনিবার সকাল আটটার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় ২৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। ইতিমধ্যেই ভারতে মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। করোনাকে পরাজিত করে ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৫,০৬৩ জনবিগত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১,৪২৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৪,৫০৬ জন (সক্রিয় করোনা রোগী ১৮,৬৬৮)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৫। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৫,০৬৩ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৭৭৫ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ২৯ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে দু’জনের, দিল্লিতে ৫৩ জনের, গুজরাটে ১২৭ জনের, হরিয়ানায় ৩ জনের, হিমাচল প্রদেশে একজনের, জম্মু-কাশ্মীরে ৫ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ১৮ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩ জন, মধ্যপ্রদেশে ৯২ জন, মহারাষ্ট্রে ৩০১ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ১৭ জন, রাজস্থানে ২৭ জনের, তামিলনাড়ুতে ২২ জন, তেলেঙ্গানায় ২৬ জন, উত্তর প্রদেশে ২৫ জন এবং পশ্চিমবঙ্গে ১৮ জন প্রাণ হারিয়েছেন


ভারতের বিভিন্ন রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যাআক্রান্তের নিরিখে সর্বাগ্রে মহারাষ্ট্রমহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬,৮১৭, দিল্লিতে ২,৫১৪, তামিলনাড়ুতে ১৭৫৫, অন্ধ্রপ্রদেশে ৯৫৫ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২৭ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৩৬ জন, বিহারে ২২৩ জন, চন্ডীগড়ে ২৭ জন, ছত্তিশগড়ে ৩৬ জন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ২৮১৫ জন, হরিয়ানায় ২৭২ জন, হিমাচল প্রদেশে ৪০ জন, জম্মু-কাশ্মীরে ৪৫৪ জন, ঝাড়খণ্ডে ৫৭ জন, কেরলে ৪৫০, কর্ণাটকে সংক্রমিত ৪৭৪ জন, লাদাখে ২০ জন, মধ্যপ্রদেশে ১৮৫২ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ৯৪ জন, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে ২৯৮ জন, রাজস্থানে ২০৩৪ জন, তেলেঙ্গানায় ৯৮৪ জন, ত্রিপুরায় দু’জন, উত্তরাখণ্ডে ৪৮ জন, উত্তর প্রদেশে ১৬২১ এবং পশ্চিমবঙ্গে ৫৭১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.