সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, নর্দার্ন কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করেছেন। তিনি রাজ্যপালকে আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
2019-05-22
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, নর্দার্ন কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করেছেন। তিনি রাজ্যপালকে আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
J&K: Lt. Gen. Ranbir Singh, Army Commander, Northern Command, met Governor Satya Pal Malik at the Raj Bhavan in Srinagar today. He briefed the Guv about the overall security situation along the International Border, LAC, LoC, hinterland and the ops being conducted by the Army. pic.twitter.com/V1GGPKUdtd
— ANI (@ANI) May 22, 2019
Designed using Magazine Hoot. Powered by WordPress.