নানকানা থেকে সিএএ বিরোধী আন্দোলন বিতর্কিত সব প্রসঙ্গেই তীব্র প্রতিক্রিয়া রাষ্ট্রপতির বাজেট সম্ভাষণে

নানকানা থেকে সিএএ বিরোধী আন্দোলন বিতর্কিত সব প্রসঙ্গেই তীব্র প্রতিক্রিয়া রাষ্ট্রপতির বাজেট সম্ভাষণে

শুক্রবার থেকে শুরু হয় সংসদের বাজেট অধিবেশন | সংসদের দুই কক্ষের জন্য দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন রাষ্ট্রপতি | আর তাতে উঠে এল সাম্প্রতিককালের বিতর্কিত নানা প্রসঙ্গের অবতারণা | পাকিস্তানের নানকানায় গুরুদ্বারার সামনে কট্টরপন্থীদের অবস্থান ও গুরুদ্বারা অবরুদ্ধ করার মত ঘটনার তীব্র নিন্দা করেন ভারতের রাষ্ট্রপতি |

তিনি বলেন এই ঘটনা কখনই অভিপ্রেত নয় | এক ভারত,এক সব কিছুই আগামীদিনে মজবুত ভারত গড়ে তুলবে ,আশাবাদী তিনি | সিএএ নিয়ে দেশ জোড়া উত্তাল আন্দোলনের তীব্র বিরোধীতা করেন তিনি | সমাজে কোন কিছুর বিরোধের নামে হিংসার আশ্রয় নেওয়া ,দেশ ও জাতিকে দুর্বল করে বলে মন্তব্য করেন কোবিন্দ |

তিনি বলেন,দেশ ভাগের সময় ভারতবাসী ও ওই দেশের জাতির উপরেই সবচেয়ে বড় আঘাত নেমে এসেছিল | তখনই রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে তিনি বলেন, গান্ধীজি সেই সময় বলেছিলেন পাকিস্তানে যে সকল সংখ্যালঘু হিন্দু ও শিখেরা রয়ে গেলেন তারা চাইলে এদেশে যখন ইচ্ছে চলে আসতে পারেন |

সিএএ সেই ইচ্ছের কথা মাথায় রেখেই প্রণয়ন করা হয়েছে | তাই এখানে বিরোধীতার কোন কারণই নেই | রাষ্ট্রপতির এই উদ্ধৃতির পরই বিজেপি সাংসদের করধ্বনিতে সংসদের উচ্চ কক্ষ মুখরিত হয়ে ওঠে | এই আওয়াজের মধ্যেই অবশ্য বিরোধী সাংসদেরা আওয়াজ তোলেন, “শেম” “শেম” যা কিনা ঢেকে যায় এক সময় মোদি ব্রিগেডের সমর্থনের জোরালো আওয়াজে |


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.